আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব, অপেক্ষায় চাটগাঁবাসী

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আগামী রোববার (৪ ডিসেম্বর) আওয়ামী লীগের মহাসমাবেশ।  উৎসবের আমেজ এখন শহরের প্রতিটি প্রান্তে।  কারণ, বহুদিন পর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  স্লোগান উঠেছে, ‘৪ ডিসেম্বর বিকেলবেলা/ পলোগ্রাউন্ডে জমবে মেলা/ প্রধানমন্ত্রীর জনসভায়/ চাটগাঁবাসী আয় ছুটে আয়।’

স্মরণকালের এ জনসমাগম সফল করতে পাল্টে গেছে বন্দরনগরীর চিত্র।  চলছে ব্যাপক প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ।  গত ১৫ দিন ধরে ব্যস্ত সময় পার করছেন দলটির সর্বস্তরের নেতা-কর্মী।  প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংস্কার হচ্ছে রাস্তা-ঘাট।  বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেওয়াল লেখন, আলোকসজ্জা ও তোরণ নির্মাণসহ সাজসজ্জার কাজ চলছে পুরোদমে।  চলছে মাইকিংসহ প্রচার-প্রচারণাও।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নগরজুড়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে প্রশাসন।  এর মধ্যে নগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, জনসভা মঞ্চ ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।  এছাড়া পলোগ্রাউন্ড মাঠের চারপাশে ও ভেতরে টহল দিচ্ছে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও  বিভিন্ন বাহিনীর সদস্যরা।

চট্টগ্রামবাসী বলছেন, শেখ হাসিনার হাত ধরে চট্টগ্রাম বন্দর পেয়েছে নতুন রূপ।  যোগাযোগে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।  এ অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।  এ উন্নয়ন ও দিন বদলের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রীর মুখে আগামীর বার্তা শুনতে অধীর আগ্রহে এখন অপেক্ষা চট্টগ্রামবাসীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সাজছে চট্টগ্রাম নগর, সংস্কার হচ্ছে রাস্তাঘাট

 

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, প্রধানমন্ত্রী তার ক্ষমতা গ্রহণের ১০ বছর পর পলোগ্রাউন্ড ময়দানে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু ও স্থানীয় ইস্যু সম্পর্কে মুক্তকণ্ঠে কথা বলবেন।  তাই এই সমাবেশ সফল করে তুলতে আওয়ামী লীগের প্রতিটি স্তরের নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ৪ ডিসেম্বর সমাবেশস্থল ছাপিয়ে আশপাশের এলাকাও জনসমুদ্রে পরিণত হবে।  এর মাধ্যমে দেশবাসীকে জানান দিতে হবে, আওয়ামী লীগ অবিনশ্বর এবং অপরাজেয় সংঘশক্তি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও নগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।  এ উপলক্ষে নগর নতুন সাজে সেজেছে।  চট্টগ্রামবাসী এখন প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায়।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ মার্চ পলোগ্রাউন্ড মাঠে সর্বশেষ আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।