রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর বাতিল হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। তার সফর বাতিলের বিষয়টি রাশিয়া শনিবার (১৯ নভেম্বর) বাংলাদেশকে জানায়।
ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী ২৩ নভেম্বর ল্যাভরভের ঢাকায় আসার কথা ছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের আলাদা ভূ-রাজনৈতিক গুরুত্ব ছিল। ল্যাভরভের পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ’র বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
২৩ সদস্য দেশের জোট আইওআরএ’র ২০২২-২৩ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। গত বছরের নভেম্বর মাসে ঢাকায় জোটটির মন্ত্রী পর্যায়ের সম্মেলনে রাশিয়া দশম ডায়ালগ পার্টনার বা সংলাপ সহযোগী হিসাবে যুক্ত হয়।
এর আগে সের্গেই ল্যাভরভের ঢাকা সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে সেই বৈঠকে কী কী বিষয় তুলে ধরা হবে- সেটাও ঠিক হয়েছিল।
কূটনৈতিক সূত্র বলছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আগামীকাল সোমবার (২১ নভেম্বর) বা মঙ্গলবার (২২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন।