গত মৌসুমের অধিকাংশ সময় বদলি হয়ে খেলেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ক্লাবের বেঞ্চ গরম করেও ১৭ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে নিয়মিত খেলতে দেখা যাচ্ছে তাকে। তবে সেটা অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে।
ওই পজিশনেও সাবলীল এই ২৩ বছরের তরুণ। এরই মধ্যে মৌসুমে ৭ গোল করে ফেলেছেন তিনি। যার দুটি আবার দারুণ ফ্রি কিকে। কিন্তু আর্লিং হ্যালন্ড থাকায় নিয়মিত পছন্দের স্ট্রাইকার পজিশনে খেলতে না পারায় কিছুটা অখুশি এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন।
সেজন্য তিনি ভালো সুযোগ হলে ইত্তিহাদ ছাড়তে চান। ম্যানসিটিও ভালো প্রস্তাব পেলে তাকে ছেড়ে দেবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ফুটবল ইনসাইডার। তাদের দাবি, নগদ ৮০ মিলিয়ন পাউন্ড পেলে তাকে বিক্রি করে দেবে গত মৌসুমে ট্রেবল জয়ী প্রিমিয়ার লিগের ক্লাবটি।
তাকে দলে নেয়ার দৌড়ে আছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে লস ব্লাঙ্কোসরা নিয়মিত কোন স্ট্রাইকার ছাড়াই খেলছে। মিডফিল্ডার জুড বেলিংহামকে স্ট্রাইকার বানিয়ে দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। লম্বা প্রজেক্ট বিবেচনায় আলভারেজকে পছন্দ লস ব্লাঙ্কোসদের। সুযোগটা তাই নিতে পারে লা লিগার ক্লাবটি।
আলভারেজকে কিনতে আগ্রহী বার্সেলোনাও। তাদেরও দীর্ঘ পরিকল্পনার স্ট্রাইকার নেই। রর্বাট লেভানডভস্কির বয়স হয়েছে। ব্রাজিল থেকে ভিতর রকিকে কিনলেও তিনি যথেষ্ট তরুণ এবং ইউরোপের ফুটবলে প্রমাণিত নয়। সেজন্য মেসির সতীর্থ আলভারেজকে পছন্দ কাতালানদের। কিন্তু ৮০ মিলিয়ন ক্যাশ দিয়ে তাকে কেনার সামর্থ্য বার্সার আছে কিনা সেটাই বড় প্রশ্ন।