আর আর এফ বাস্কেটবল দলের খেলোয়াড়দের জার্সি হস্তান্তর

রাঙামাটিতে চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম রেঞ্জ বাস্কেটবল প্রতিযোগিতা।  প্রতিযোগিতাকে সামনে রেখে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্স (আর আর এফ) বাস্কেটবল দলের খেলোয়াড়দের জার্সি হস্তান্তর অনুষ্ঠান রবিবার (২১ মে) সম্পন্ন হয়েছে।

জার্সি বিতরণ করেন আর আর এফ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র ভৌমিক।  উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান, পুলিশ পরিদর্শক এনামুল হক, ওসি আবদুল রশিদ, কোচ আবদুল হান্নান মিরন ও সহকারী কোচ মো. রাকিব।

ক্যাপশন: আর আর এফ বাস্কেটবল দলের খেলোয়াড়দের সাথে কোচ ও পুলিশ কর্মকর্তাগণ