আর্থিক প্রতারণায় নাম জড়াল শাহরুখপত্নীর, ইডির নোটিশ

আইনি জটিলতায় ফেঁসে গেছেন বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান।  ৩০ কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে তাঁর।  সে কারনে শাহরুখ-পত্নীকে নোটিশ পাঠিয়েছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

জানা গেছে, লখনৌর রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী।  ২০১৫ সালে সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি।  এই কোম্পানির বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।  সেই সূত্রেই কিং খানের স্ত্রী গৌরীকে ইডির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে।

গত কয়েক মাস আগেই লখনৌয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বইবাসী যশবন্ত।  তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

যশবন্তের দাবি, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ-পত্নী গৌরী খান।  তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।  যেহেতু, শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তার ওপরও।  তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

উল্লেখ্য, প্রায় ৩০ কোটি টাকার গরমিল পাওয়া গেছে ওই ফ্ল্যাটের হিসেবে।  গত কয়েক মাসে তুলিসিয়ানি গ্রুপের নামে একাধিক অভিযোগ জমা পড়ায় নাম জুড়েছে গৌরীরও।  ওই সংস্থা থেকে ঠিক কত টাকা পেয়েছেন তিনি, সেই হিসেব জানতে চাইতে পারে ইডি।  গৌরী কোন শর্তে জড়িয়েছিলেন ওই সংস্থার সঙ্গে সব দিকই নাকি খতিয়ে দেখবে ইডি। সূত্র : আনন্দবাজার