আর্জেন্টিনার জয়লাভের পর ফ্রান্সে দাঙ্গা

ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়লাভের পর ফ্রান্সে দাঙ্গা শুরু হয়েছে।  বেশ কয়েকটি শহরে দাঙ্গা শুরু হয়  বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতারে পেনাল্টিতে ফ্রান্স আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর হাজার হাজার ফুটবল ভক্ত প্যারিস, নিস এবং লিয়নে রাস্তায় নেমে আসে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, এ সময় রাস্তায় হট্টগোল এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়।  পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ওপর ঢিল ও আতশবাজি দিয়ে হামলা চালানো হয়।

ডেইলি মেইল জানায়, ম্যাচের পর রাস্তায় নেমে আসে হাজার হাজার ফুটবল ভক্ত।  বিশ্বকাপে পরাজয়ে বিশৃঙ্খলার পর প্যারিসের রাস্তায় সশস্ত্র পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।

ডেইলি মেইল আরো জানায়, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলায় নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১৪ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল।

খবরে বলা হয়েছে, শহরে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে।