আরামবাগের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মে‌ট্রোরেলের আগারগাঁও থে‌কে ম‌তি‌ঝিল অং‌শের উ‌দ্বোধন উপল‌ক্ষে আওয়ামী লীগ আ‌য়ো‌জিত ঢাকা বিভাগীয় সমা‌বেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ৩টা ৪৬ মিনিটে তি‌নি সমা‌বেশস্থ‌লে আ‌সেন। এর আ‌গে রাজধানীর আগারগাঁও‌য়ে মে‌ট্রো‌রে‌লের আগারগাঁও-ম‌তি‌ঝিল অংশের উ‌দ্বোধন ক‌রেন তি‌নি। প‌রে মে‌ট্রোরেলে চ‌ড়ে তি‌নি আরামবা‌গের সমা‌বে‌শে আ‌সেন।

সমা‌বে‌শে নেতাকর্মী আর জনতার উপ‌স্থি‌তি‌তে কাকরাইল থে‌কে ম‌তি‌ঝিল, আরামবাগ থে‌কে কমলাপুর লো‌কে লোকারণ্য হয়েছে। এ জনউপ‌স্থি‌তি স্মরণকা‌লের সব‌চে‌য়ে বড় সমা‌বে‌শে রূপ নিয়ে‌ছে।

বেলা আড়াইটার দি‌কে সমা‌বেশ শুরু হওয়ার কথা থাক‌লেও সকাল থে‌কেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আস‌তে শুরু ক‌রেন। নানা ধর‌নের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নি‌য়ে নেতাকর্মীরা সমা‌বে‌শে এ‌সে‌ছেন। এসব মি‌ছিল সমা‌বেশ আর স্লোগা‌নে গুরুত্ব পা‌চ্ছে আগামী ‌নির্বাচন।