আরও ১০টাকা বাড়ল পেঁয়াজের দাম

ভারত পেঁয়াজের নতুন রপ্তানি মূল্য ঘোষণার পর থেকেই দেশের বাজারে পেঁয়াজের দামে শুরু হয়েছে অস্থিরতা। ভারতের এই ঘোষণার ৪ দিনের মাথায় দেশি পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ৯০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা সোমবারও ছিল ১৩০ টাকা।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে ৭৫-৮০ টাকা থেকে প্রতিকেজি আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৫-১২০ টাকায়। ঢাকার কোথাও কোথাও দেশি পেঁয়াজ অবশ্য ১৫০ টাকা কেজি দরেও বিক্রি করতে দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, হুজুগেই অনেকটা পেঁয়াজের দাম বাড়ছে। কারণ দোকানগুলোতে পেঁয়াজের অভাব নেই।

গত ২৮ অক্টোবর ভারত স্থানীয় বাজারের স্থিতিশীলতা ঠিক রাখতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করে দেয় ৮০০ ইউএস ডলার। রপ্তানি মূল্য নির্ধারণের পূর্বে ভারত থেকে আমদানিকারকরা পেঁয়াজ আনতো ২৫০-৩০০ ডলারের মধ্যে।

এই রপ্তানি মূল্য নির্ধারণের খবরে দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। যদিও আমদানিকারকরাই বলছেন, নতুন দামের পেঁয়াজ এখনো দেশেই আসেনি।

ট্র্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য বলছে, এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৫০%, যেখানে আমদানি করা পেঁয়াজের দাম ৬৪.২৯% বেড়েছে। টিসিবির বিশ্লেষণে এক মাসের তুলনামূলক চিত্র তুলে ধরা হলেও পেঁয়াজের এই দামের পুরোটাই বেড়েছে গত ৪ দিনে।