আমি নারীদের শতভাগ ভোট প্রত্যাশী: টুসি

মো. মোজাহিদ, গাজীপুর:

আমি নারীদের শতভাগ ভোট প্রত্যাশা করি। কারণ, আমি নারী। স্বামী-সংসার, সন্তানদের নিয়েই নারীদের জীবন। প্রধানমন্ত্রীও একজন নারী। শেখ হাসিনা সরকার নারীদের জীবনমান অনেক উন্নত করেছেন, গণসংযোগের শেষ দিনে মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এসব কথা বলেন অধ্যাপক রুমানা আলী টুসি।

গতকাল রোববার (৩১ ডিসেম্বর) সারাদিন ব্যাপী মাওনা ইউনিয়নের ২০ টি স্থানে গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি। প্রত্যেকটি গণসংযোগে গিয়ে তিনি নিজের আসনে না বসে প্রথমে উপস্থিত নারীদের সঙ্গে এবং পরে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নিজেই ভোটারদের প্রশ্ন করেন, প্রার্থী কি আপনাদের পছন্দ হয়েছে ? উত্তরে সকলেই হাসিমুখে হ্যাঁ-বোধক উত্তর দিয়ে বলেন, আমরা সবাই অ্যাডভোকেট রহমত আলীর কর্মী, আমরা শেখ হাসিনার কর্মী।

প্রত্যেকটি পথসভা ও গণসংযোগে সভাপতিত্ব করে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। বিশেষ অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ বলেন, সবুজ এমপি ছিলেন, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস, ও মাদক ব্যবসায়ীদের নেতৃত্বদানকারী। ৭ তারিখে নৌকা প্রতীকে ভোটের মাধ্যমে সবুজকে সরাবো ইনশাআল্লাহ্।

গণসংযোগের শেষ দিনে মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার মোড়, কবরঘাটা, মোবারকের দোকান মোড়, বেলতলী রজব আলী মোড়, দক্ষিণ বারোতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেরামতলী বাজার, জয়নাতলী বাজার, বড় বাইদ বাজার, ঘুইলার মোড়, বারোতোপা মাষ্টারবাড়ি মোড়, সিংদিঘী, কপাটিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদনীভাঙ্গা পুরাতন বাজার, শিরিশগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমলাপাড়া, সলিং মোড়, চকপাড়া, মাওনা উত্তরপাড়া, মাওনা মধ্যপাড়া ও মাওনা মন্দির এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগসহ ভোট প্রার্থণা করেন রুমানা আলী টুসি।