আমিরাতে ভিক্ষুকদের কাছ থেকে পাওয়া গেলো ১৭ লাখ টাকা

ভিক্ষা করে এক ঘন্টায় আয় করলো ১২ হাজার টাকা !

আমিরাতে চলছে ভিক্ষুকদের বিরুদ্ধে বিশেষ অভিযান। যেখানে ভিক্ষা করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে ভিক্ষুকদের। রমজানের প্রথম ১০ দিনে দুবাই পুলিশ ৩৩ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে রমজানের প্রথমার্ধে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে শারজা পুলিশের অভিযানে ১০৭ জনকে গ্রেপ্তার করা করা হয়েছে। জানা যায় শুধু শারজায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০,০০০ দিরহামেরও বেশি অর্থ জব্দ করেছে। যা বাংলাদেশি মুদ্রায় দাড়ায় প্রায় ১৭ লাখের কাছাকাছি। গ্রেপ্তাকৃতদের মধ্যে মহিলা এবং পুরুষ উভয় রয়েছে।

আমিরাত সরকার ভিক্ষাবৃত্তিকে অপরাধ বলে বিবেচিত করায় এবং দেশের সৌন্দর্য রক্ষার্থে এই অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। তাদের এই অভিযানকে সমর্থন জানাচ্ছেন প্রবাসীরা। কারণ ধনী দেশগুলোর মধ্যে আমিরাত অন্যতম হওয়ায় এইখানে বিভিন্ন দেশের মানুষের বসবাস। যেখানে ভিক্ষাবৃত্তি মোটেও কাম্য নয়।

বাংলাদেশি প্রবাসীরা, বলছেন বাংলাদেশের মানুষ এই পেশায় একদম কম রয়েছে। কারন বাংলাদেশের মানুষকে অন্তত আমিরাতে এই পেশাতে দেখা যায় না বলা যায়। আর ভিক্ষাবৃত্তি যারা করেন তারা নিজেদের দেশকেও ছোট করছেন বলে মন্তব্য আমিরাত প্রবাসীদের।

ভিক্ষাবৃত্তি এখন একটি পেশায় পরিণত হয়েছে।শারজাহ পুলিশ কর্তৃক একটি ভিডিও আপলোড হয় সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যায় একজন ব্যক্তিকে দিয়ে তারা আবেগকে কাজে লাগিয়ে এক ঘন্টার একটি বাস্তব জীবনের অভিজ্ঞতা নেয়। আর এই অভিজ্ঞতা নিতে গিয়ে রীতিমত অবাক হয়েছেন পুলিশও। মাত্র এক ঘন্টায় ভিক্ষুক সাজে ঐ ব্যক্তি ৩৬৭ দেরহাম সংগ্রহ করেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজারের বেশি।