টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক মিমি চক্রবর্তী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করে থাকেন। তার সব পোস্ট ভক্ত-অনুরাগীদের নজরে থাকে।
এবার কুকুর সম্পর্কীয় একটি পোস্ট সবার নজর কাড়ে। মূলত তার সঙ্গে বন্ধুত্বের শর্ত হিসেবে তিনি কুকুরের প্রসঙ্গত টেনে আনার কারণেই নেটিজেনদের সবার ভেতরে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তার ভক্তরা জানেন, এ নায়িকার আদরের তিনটি পোষ্য আছে। চিকু, ম্যাক্স আর জাদু। তাদের নানা ধরনের কর্মকাণ্ড ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেন এ অভিনেত্রী।
এবার নায়িকা জানালেন যে, কী করলে তার বন্ধু হওয়া যাবে। তার বন্ধু হওয়ার শর্ত জানিয়েছেন তিনি।
অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার বন্ধু হতে চাইলে হয় কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।’
উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনও অনুষ্ঠানে মিমিকে কমই দেখা যায়। রূপালী পর্দার বাইরে মা-বাবা ও তিন পোষ্যকে ঘিরেই তার বাস্তব জীবন।