আমরা সত্যিকার অর্থেই জনগণের বন্ধু হতে চাই

পুলিশ প্রধানের উপলব্ধি

আমরা বাল্যকাল থেকে শুনে আসছি “পুলিশ জনগণের বন্ধু”। বাংলাদেশ স্বাধীন হওয়ার দীর্ঘ পথপরিক্রমায় এখনও পুলিশ জনগণের বন্ধু হতে পারেনি। কোথাও যেন গলদ রয়ে গেছে। একটি প্রবাদ আছে ‘থানার কাছে কানাও যায়না’।

আসলে পারতপক্ষে মানুষ পুলিশের দ্বারস্থ হতে চায় না। কোন কঠিন সমস্যায় পড়লে নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়। তবে সব পুলিশ যে খারাপ, তা বলা যাবে না। গুটি কয়েকের জন্য পুরো পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে।

এখন উচ্চ শিক্ষিত মার্জিত ব্যক্তিরা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন। তারা পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরাতে কাজ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর ৫ আগস্টের ক্ষমতার পালা বদলের পর বলতে গেলে পুলিশের প্রতি মানুষের আস্থায় যেমন ভাটা পড়েছে তেমনি পুলিশের মনোবল ভেঙে গেছে। পট পরিবর্তনের পর অনেক পুলিশ সদস্য কাজে যোগ দেওয়া বিরত থাকেন। বিজ্ঞ মহলের অভিমত জাতীয় নিরাপত্তা, একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী জনগণের অভিভাবক হিসেবে কাজ করবে।

শনিবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশের মনোবল চাঙ্গা করতে চট্টগ্রাম সফরে আসেন। সাংবাদিকদেও সাথে মতবিনিময় করেন সিএমপি’র সম্মেলন কক্ষে। এ সময় তিনি বলেন, আমরা পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চাই।

আইজিপি বলেন, পুলিশ সত্যিকারের জনগণের সেবক হিসেবে কাজ শুরু করেছে। ৫ আগস্টের পর পুলিশকে পুনরায় কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের মনোবল ফিরিয়ে আনা এবং কাজে ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না।

চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।