আমরা ভালো আছি: বুবলি

ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন আজ। নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেয়া বুবলী চারভাই বোনের মধ্যে তৃতীয়। অর্থনীতিতে অনার্সের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন এই অভিনেত্রী। সম্প্রতি শাকিব খানের সাথে বিয়ে এবং সন্তান নিয়ে আলোচনায় আসেন বুবলি। এর মধ্যে তাদের বিচ্ছেদের খবরও চাউর হয়। জন্মদিনে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বুবলি বলেন, ‘বীর নতুন করে কথা বলা শুরু করেছে। আমাকে ভাঙা ভাঙা শব্দে বলেছে হ্যাপি বার্থডে বুবলী। শুনতে খুব ভালোই লাগে।’

শাকিব খানকে নিয়ে তার বিচ্ছেদ সম্পর্কেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, ‘কাজ করতে গেলে সমালোচনা হবেই। সমালোচনা সহ্য করতে সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকি। এতে মন খারাপ করে বসে থাকার মানে হয় না। কেউ বিচ্ছেদের জন্য বিয়ে করে না, আমিও করিনি।

তিনি আরও বলেন, ‘শাকিব আমার স্বামী। তিনি হয়তো অভিমান করে কিছু কথা বলেছেন। সংসার করতে গেলে মান অভিমান থাকবেই। তারকা হিসাবে এসব মান অভিমান গণমাধ্যমে আসতেই পারে, সেটি নিয়ে আমি ভাবি না। এতটুকু বলতে চাই আমরা ভালো আছি। ভালোভাবে আগামী দিনগুলো কাটাতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সম্প্রতি শাকিব খানের ভক্তদের সঙ্গে দাবি করা হয়েছে শাকিব যেন বুবলীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় না করেন। এ ব্যাপারে বুবলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শাকিব খান আমার স্বামী। সে হিসাবে শাকিব খানের ছেলে ভক্তদের অনেকেই আমার দেবরের মতো। কেউ বা আমার ভাই। সে হিসাবে তারা কিছু বললে আমার মন খারাপ করতে হবে এমনটা নয়। তারা অভিমান করে কিছু বলতেই পারে। এ নিয়ে আমি চিন্তিত নই। দিন শেষে তারা শাকিব খানকে ভালোবেসে যাক এটাই কামনা করি। শাকিবকে ভালোবাসলে আমারই আনন্দ’।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সোশ্যালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বেবি বাম্পের ছবি পোস্ট করেন। এরপর শুরু হয় হইচই। কয়েকদিন পর আড়াই বছর বয়সী ছেলের ছবি পোস্ট করে সন্তানের পিতৃ পরিচয় তুলে ধরেন নায়িকা। জানান, ছেলে শেহজাদ খান বীরের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। নায়কও সোশ্যালে ছবি পোস্ট করে প্রকাশ্যে আনেন ছেলেকে।