আবুরখীলে সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা শুক্রবার

চট্টগ্রামের রাউজান আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ  বড়ুয়া সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা শুক্রবার (২ জুন) স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

এতে দুপুর আড়াইটায় উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদ ও পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদ এবং বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি  ও নন্দনকানন মৈত্রী সংঘ মুখোমুখি হবে।

এক বিবৃতিতে টুর্র্নামেন্ট কমিটির সম্পাদক সত্যজিত বড়ুয়া ২টি খেলার সফল সমাপ্তিতে অংশড়গ্রহণকারী ৪টি দলসহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।