মাত্র পাঁচ দিনের ব্যবধানে আজ আবারও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের খরব পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। চারটি ইউনিট সেখানে পৌঁছেছে। ৮/৯টি ঘর ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ৬ জানুয়ারি রাতেও ৫নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পুড়ে যায় ১ হাজারের বেশি ঘর।