ভিডিও বার্তায় বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছেন বলে জানালেও শেষ পর্যন্ত সেই দেখা আর হচ্ছে না বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিল ভারতীয় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পীর।
কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে আসার অনুমতি দেওয়া হয়নি। ফলে দ্বিতীয় বারের মতো আটকে গেল নোরার ঢাকা সফর।
উইমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২২’ (নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড) এ অংশ নিতে আসার কথা ছিল নোরা ফাতেহির। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় ডলার সংকটের কারণে বাইরের শিল্পীদের এই মুহূর্তে দেশে আসার অনুমতি দিচ্ছে না।
নোরাকে ঢাকায় আসার অনুমতির ব্যাপারে আজ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেনের স্বাক্ষর করা একটি চিঠি পাঠানো হয়।
তাতে লেখা হয়েছে, ‘বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে সূত্র-২ এ উল্লেখিত বাংলাদেশ ব্যাংকের স্মারকের পরিপ্রেক্ষিতে উইমেন লিডারশিপ কর্পোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।’
এর আগে মিরর গ্রুপের ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠানে ঢাকায় আসার কথা ছিল নোরা ফাতেহির। কিন্তু তখনও একই কারণে ঢাকায় আসার অনুমতি মেলেনি এই নৃত্যশিল্পীর। মরোক্কান বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।
এরপর তিনি বলিউডে পাড়ি জমান। অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় ‘আইটেম গার্ল’দের একজন। এবারে কাতার বিশ্বকাপের থিম সংয়েও অংশ নিয়েছেন নোরা।