আবারও আইসিসি চেয়ারম্যান বার্কলে

দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হয়েছেন গ্রেগ বার্কলে।  ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বারের মতো আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

আইসিসির চেয়ারম্যান পদে বার্কলের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি।  তবে শনিবার (১২ নভেম্বর) মুকুহলানি নিজের নাম প্রত্যাহার করে নেন।  ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানের দায়িত্ব পান বার্কলে।

পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বার্কলে জানান, ‘ক্রিকেটে জড়িত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এটি এবং আমি সেটার অপেক্ষায় আছি।  বর্তমানে আমাদের খেলাকে শক্তিশালী করার জন্য আমাদের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়া এবং সেই সাথে এটিকে আরও বাড়াতে চাই, যেন পুরো বিশ্ব ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে।’