আফছারুলের আসনে মনোনয়ন পাচ্ছেন কে?

আলোচনায় সাবেক ৩ মেয়র, সেনা কর্তা ও আফছারের পরিবার

সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের শূন্য আসনে আগামী ৩০ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহষ্পতিবার (৮ জুন) নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

চট্টগ্রাম-১০, এই আসনের হবু সংসদ সদস্যের পদের মেয়াদ মাত্র চার মাস। এই চার মাসের জন্য কে পাচ্ছেন নৌকার টিকিট তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। উপ-নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই আগ্রহী প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত সরাসরি কেউ কিছু না বললেও প্রায় এক ডজন আগ্রহীর নাম শুনা যাচ্ছে।

আসন্ন উপ-নির্বাচনে আগ্রহীদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক দুইজন মেয়র, একজন সাবেক প্রশাসক, একজন সাবেক সেনা কর্মকর্তাসহ আলোচিত তিনটি রাজনৈতিক পরিবারের সদস্যও রয়েছেন। তারা হলেন সাবেক চসিক মেয়র এম. মনজুর আলম, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন, সাবেক প্রশাসক ও সহ-সভাপতি এবং ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক সামরিক এ্যাটাশে মেজর (অব) এমদাদুল ইসলাম অন্যতম।

এ ছাড়াও আলোচনায় আছে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সাবেক নেতা সৈয়দ মাহমুদুল হক, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর পুত্র ও বিজিএমইএ’র নেতা হেলালউদ্দীন চৌধুরী তুফান, মরহুম এমএ আজিজের পুত্র সাইফুদ্দীন খালেদ বাহার, সদ্য প্রয়াত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের ছোটভাই ডা. আরিফুল আমীন ও বড় সন্তান ফয়সাল আমীনের নাম।

তবে ডা. আফছারুল আমীনের পরিবারের ইচ্ছা, চট্টগ্রাম-১০ সংসদীয় আসন থেকে তাদের পরিবারের কোন সদস্য প্রতিনিধিত্ব করুক। সে কারণে পারিবারিক সিদ্ধান্ত নিয়ে যে কোন একজন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবেন। এই কথা জানিয়েছেন প্রয়াত সংসদ সদস্যের ছোটভাই ডা. আরিফুল আমীন।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর হালিশহর,ডবলমুরিং, খুলশী ও পাচঁলাইশ (আংশিক) এলাকা নিয়ে গঠিত চট্টগাম-১০ নির্বাচনী এলাকা। ইতোপূর্বে ডা. আফছারুল আমীন এই এলাকা থেকে ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ এর নির্বাচনে জয়ী হবার পর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

ডা. আফছারুল আমীন একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। গত ২ জুন শুক্রবার বিকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।