আফগানিস্তান টেস্টে অধিনায়ক লিটন

প্রথমবারের মতো ডাক পেলেন দিপু ও মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান।  চোটে থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

মুশফিক হাসান (বাঁয়ে) ও শাহাদাৎ হোসেন দীপু (ডানে)

সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা সাদমান ইসলামের জায়গা হয়নি ১৫জনের এই দলে।  তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।  দলের দুই নতুন মুখ দিপু ও মুশফিকের দলে অর্ন্তভুক্তি প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে।  এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল।  ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে।  আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে। ‘

আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট।  আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।

বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।