প্রথম আলো ইস্পাহানি আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি এবং সাউর্দান ইউনির্ভাসিটি।
শনিবার (১৫ জুলাই)চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২ গ্রুপের শেষ ২টি খেলায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি ২-১ গোলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে এবং সাউর্দান ইউনির্ভাসিটি ৩-১ গোলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটকে পরাজিত করে এ যোগ্যতা অর্জন করেছে।
প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় জয়ী দলের রিয়াদুলের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. ইউসুফ ও ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ( ফিন্যান্স) শরীফুল ইসলাম।
অপর ম্যাচের সেরা খেলোয়াড় জয়ী দলের আরমান হাবিবের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, তরুনেরা এখন মোবাইলে আসক্ত। তাই যত বেশি ফুটবল ক্রিকেট আয়োজন হবে ততই ভালো হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্পাহানির ফাইন্যান্স এন্ড একাউন্টস মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান, সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম এবং প্রথম আলোর যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
এ প্রতিযোগিতায় ৮টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। আগামী ২৭ থেকে ২৯ জুলাই ঢাকায় ৮টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।