১৪টি জেলা দলের অংশগ্রহণে শুরু হয়েছে আ্ন্ত:জেলা ভলিবলের চূড়ান্ত পর্বের খেলা।
শনিবার (২২ জুলাই) শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। এ সময় সহ-সভাপতি এমএ রাজ্জাক খান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের খেলায় ঢাকা ৩-১ সেটে বগুড়াকে, নড়াইল ৩-০ সেটে টাঙ্গাইলকে, দিনাজপুর সমান ব্যবধানে পটুয়াখালীকে এবং রাজশাহী ৩-২ সেটে কিশোরগঞ্জকে হারায়।