চট্টগ্রামের আনোয়ারায় ভাড়া বাসা থেকে অদ্রিতা দাস (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খানবাড়ি এলাকায় আবুর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অদ্রিতা দাস রাউজান উপজেলার গহিরা এলাকার সুমন নাথের মেয়ে। তার স্বামী টিপু দাস একজন প্রবাসী।
পুলিশ জানায়, আদ্রিতার দাদী সকালে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ছিদ্র দিয়ে দেখে তার নাতনি ফ্যানের সাথে ঝুলে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থা ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ভিকটিমের মা অঞ্জু নাথ লিখিতভাবে জানানোর পর আনোয়ারা থানার একটি অপমৃত্যু মামলা হয়। যার নং-৫/২৩। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।