আনোয়ারায় পোল্ট্রি খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের আনোয়ারায় পোল্ট্রি খামার ব্যবস্থাপনা ও পিআরটিসি সেবা কার্যক্রম পরিচিত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) আনোয়ারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. হিমেল বড়ুয়া সভাপতিত্বে খামার ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিভাসু এর প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. মাসুদুজ্জামান, ফিজিওলজি-বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড.এ কে এম সাইফুদ্দিন ।

কর্মশালায় পিআরটিসি এর পরিচিতি তুলে ধরেন পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা: শাহজাদা মোহাম্মদ জুলকারনাইনসহ সিভাসুর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ৬০ জন খামারী অংশগ্রহণ করেন।