আনোয়ারায় পুলিশের অভিযানে বিদেশি মদের চালান উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা থানার গোবাদিয়া এলাকা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৯০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আমির হোসেন (১৯) এক পিকআপ ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়।

২৯ ‍জুন (শনিবার) ভোর সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করে পুলিশ।

মো. আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাংগা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের পুত্র। এ ঘটনায় আটককৃত বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে । পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের দাম আনুমানিক ১৭ লাখ টাকা। আর জব্দ করা গাড়ির দাম প্রায় ১০ লাখ টাকা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, গোপন সংবারে ভিত্তিতে অফিসার ইনচার্জ আনোয়ারা ও রাংগাদিয়া পুলিশ ফাড়ি এসআই/ সোলাইমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গোবাদিয়া সড়কে একটি পিকআপের কাছে গেলে পুলিশ দেখে ৩/৪ জন পালিয়ে যায়। সন্দেহজনক লাগায় পিকআপটি তল্লাশি করলে পিকআপের চারপাশে কাঠের গুড়া মধ্যখানে ৯ বস্তা বিদেশি মদ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে জাহাজ থেকে এসব মদ খালাস হয়ে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো।