আনোয়ারায় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ইউএনও

চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় রায়পুর ইউনিয়নের ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতকৃত আশ্রয়কেন্দ্র পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন।

বৃহস্পতিবার (১১ মে) উপজেলার রায়পুরের ইউয়িনের রায়পুর ইউনিয়ন হাইস্কুল আশ্রয়কেন্দ্র, কোস্টগার্ড সংলগ্ন আশ্রয়কেন্দ্র, রায়পুর এজাহারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্র, পূর্ব গহিরা মুজিবকেল্লা আশ্রয়কেন্দ্র, দক্ষিণ গহিরা আশ্রয়কেন্দ্র, মধ্যগহিরা আশ্রয়কেন্দ্র ও উত্তর গহিরা আশ্রয়কেন্দ্র পরির্দর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু নাসের, রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব লিটন বিশ্বাস, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ।

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে আনোয়ারা উপজেলায় ৬৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠন করা হয়েছে একটি পর্যবেক্ষণ টিম ও প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম। মজুদ করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবারও। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সুস্পষ্ট মোখায় পরিণত হয়েছে। যার ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক ২নং হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘুর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশে আগামী রোববার সকাল থেকে দুপুরের মধ্যে আঘাত হানতে পারে। তবে এর অগ্রভাগ আগের দিন অর্থাৎ শনিবার রাতেই বাংলাদেশের উপকূল স্পর্শ করবে। মোখার ফলে অতি ভারী বৃষ্টি হবে উপকূলে এবং অন্যান্য স্থানে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশেরও যথেষ্ট ঝুঁকি আছে।