যৌন হয়রানির মামলায় নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি আংশিক সাক্ষ্য দেন।
এদিন সকালে তিনি স্বামী শরিফুল রাজসহ সাক্ষ্য দিতে আদালতে আসেন।
বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন পৌনে ১১টায় পরীমনির জবানবন্দি গ্রহণ শুরু করেন। ১১টা ২৫ মিনিটে আংশিক অবস্থায় তা শেষ হয়। বিচারক আগামী ১১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
সাক্ষ্য গ্রহণকালে আদালতে আসামি তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম উপস্থিত ছিলেন। তবে নাসির উদ্দিন মাহমুদ অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আদালতে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
পরীমনি এ সময় বলেন, সেদিন আসামিদের কথা অনুযায়ী তাদের সঙ্গে বসে মদ খেলে আজ হয়তো তাকে আদালতে আসতে হতো না।
গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।