আদমজী ইপিজেডে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ, কারখানায় কারখানায় ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রফতানিমুখী শিল্পাঞ্চল আদমজী ইপিজেডে নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগে আন্দোলন করেছেন শতশত চাকরিপ্রত্যাশীরা।

রবিবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইপিজেডের গেটের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশী চার শতাধিক মানুষ। একপর্যায়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় ইপিজেডের প্রধানফটক বন্ধ রাখা হলে আন্দোলনকারীরা বাইরে থেকেই নানা ধরনের শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ করে ১০/১২টি কারখানায় ভাঙচুরও করেন।

জানা গেছে, কয়েক শতাধিক চাকরি প্রত্যাশী একত্রিত হয়ে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেওয়া হয়। এই অভিযোগ দীর্ঘদিনের। আজ কয়েকজন ছেলে চাকরির জন্য ইপিজেডে প্রবেশ করলে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। এ দিকে পরিস্থিতি সামলাতে সেনাসদস্যরা উপস্থিত হয়েছেন। তারা আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেন।

এদিকে হামলার সত্যতা জানতে আদমজী ইপিজেডস্থ ই-স্টার নামক ফ্যাক্টরির অ্যাকাউন্টস অফিসার দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা কারও ওপর হামলা করিনি বরং বিক্ষোভকারীরা আমাদের ফ্যাক্টরির ওপর হামলা চালিয়ে গ্লাসসহ বিভিন্ন কিছু ভাঙচুর করেছে। আমাদের ফ্যাক্টরির ক্ষতি হয়েছে অনেক।’চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়নের প্রশ্নে তিনি বলেন, ‘এখানকার বেশিরভাগ কারখানায় মেয়েদের হাতের কাজ বেশি হয়ে থাকে। এজন্য মেয়েদের সংখ্যা বেশি। তবে আমি নিজেও তাদের বুঝিয়েছি, বলেছি আলোচনা করে সমাধান করা হবে।’

চাকরির নিয়োগের ক্ষেত্রে বৈষম্য ও পুরুষদের অবমূল্যায়নের অভিযোগের বিষয়ে আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার বলেন, ‘এখানকার বেশিরভাগ কারখানায় মেয়েদের কাজই বেশি হয়ে থাকে। এজন্য মেয়েদের নিয়োগের সংখ্যা বেশি। তবে বিষয়টি আমি আন্দোলনকারীদের বুঝিয়েছি। তাদের বলেছি কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সমাধান করা হবে।’