পুলিশ সদস্যদের শীতকালীন ইউনিফর্ম (ফুলহাতা শার্ট) পরার নির্দেশ আজ মঙ্গলবার (১ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে।
রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো। তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করেন এ সময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন, সেক্ষেত্রে তারা পুলিশ সদরদপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার সময় বাড়াতে পারবেন।