দীর্ঘ পাঁচ বছর পর আজ বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ আয়োজিত এই জনসভাকে ঘিরে পর্যটন নগরী কক্সবাজারে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ আয়োজনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ উৎফুল্ল। আওয়ামী লীগ প্রধানকে স্বাগত জানাতে গোটা শহর রঙিন সাজে সজ্জিত। নগরীর বিভিন্ন সড়কে রঙিন তোরণ ও প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পোস্টার ও তার ছবি সম্বলিত ব্যানার দিয়ে সড়কগুলো সজ্জিত করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকা ব্যানার, বেলুন, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত করা হয়েছে।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘এই জনসভায় কক্সবাজার জেলার বাইরে থেকে মানুষ আনার কোনো প্রয়োজন নেই। এই জেলার মানুষই সমাবেশটিকে জনসমুদ্রে পরিণত করার জন্য যথেষ্ট।’
তিনি বলেন, ‘জনগণ তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে।’
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, গত ১৪ বছরে এই জেলায় ৩ দশমিক ৫০ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, আমাদের আর কিছু চাওয়ার নেই। যদি কিছু প্রয়োজন হয়, তবে আমাদের নেত্রী অবশ্যই আমাদেরকে তা দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৭ সালের ৬ মে কক্সবাজার সফর করেন। তখন তিনি কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।