শুক্রবার আবুরখীলে সানু স্মৃতি ফুটবলের ২টি খেলা

চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুুয়া সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা শুক্রবার (২৬ মে) স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

এতে দুুপুর  দুপর ২টা ৩০ মিনিটে দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি বনাম পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ এবং বিকেল ৩টা ২০ মিনিটে বড়িয়াখালী তরুণ সংঘ বনাম উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী তথাগত স্ংসদ মুখোমুখি হবে।

এক বিবৃতিতে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া অপু আজকের ২টি খেলার সফল সমাপ্তিতে অংশগ্রহণকারী ৪টি দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।