আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকের বিরুদ্ধে মিথ্যাচার

চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকের বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, পাহাড়তলী চক্ষু হাসপাতালের কম্পাউন্ডস্থ ডা. রবিউল হোসেনের বাসায় সংঘটিত বিচ্ছিন্ন একটি ঘটনার জের ধরে ওয়াহিদ মালেককে ‘আওয়ামী সন্ত্রাসী’ আখ্যায়িত করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আমরা এই ধরণের মিথ্যাচারের নিন্দা জানাই।

আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।