আজকের শিশু আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর

বই উৎসবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আজকের শিশুদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।  তিনি বলেন, নতুন বই যেভাবে শিশুদের অনুপ্রাণিত করে, সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন।

রোববার (১ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বই বিতরণ উৎসব-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা মানবিক ও বুদ্ধিভিত্তিক নাগরিক তৈরি করে।  বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ক্ষমতায় এসে প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন।  একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

তিনি জানান, করোনাকালে আমরা শিক্ষার্থীদের ঘরে বসেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সব বই কাগজের অভাবে প্রেস থেকে দিতে পারিনি।  আগামী এক মাসের মধ্যে আমরা সব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারব বলে আশা করি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন।  তিনি প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে শ্রেণীকক্ষের উন্নয়ন, ডিজিটালাইজড করা, মানসম্মত শিক্ষকসহ সব ধরনের ব্যবস্থা নিয়েছেন।  কারণ মানসম্মত শিক্ষার বিষয়ে প্রাথমিক শিক্ষা নিয়ে ভাবতে হবে।

সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, সারাদেশে বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।  বিদেশে আমাদের মিশনগুলোতেও আজ বই উৎসব চলছে।  প্রাথমিকে শিক্ষাকে বাধ্যতামূলক করে সাধারণ মানুষের জন্য শিক্ষাকে নিশ্চিত করা হয়েছে।  বাচ্চাদের বইয়ের বোঝাও কমিয়ে আনা হয়েছে।  ফলে শিক্ষার্থীর ঝরে পড়ার হারও কমে গেছে।

এবারের বই উৎসবে ২ কোটি ১৮ লাখ ৩ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।