আজও হয়নি অধিনায়ক নির্ধারণ, পাপনকে নির্বাচনের দায়িত্ব

নতুন অধিনায়ক নির্বাচনের উদ্দেশ্যে জরুরি বোর্ড মিটিং ডেকেছিল বিসিবি।  কিন্তু মঙ্গলবার (৮ আগস্ট)  দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে আয়োজিত সভায় বিশ্বকাপ অধিনায়কের নাম চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।  বিবেচনায় থাকা সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে অধিনায়ক নির্বাচন করবেন মাননীয় বোর্ড সভাপতি।

মঙ্গলবার দুপুরে বিসিবির জরুরি সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান জালাল ইউনুস।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল।  এরপর পাঁচদিন পেরিয়ে গেছে।  তবে এখনও নতুন অধিনায়ক বেছে নিতে পারেনি বিসিবি।  ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল মঙ্গলবারই অধিনায়কের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।  শেষ পর্যন্ত সেটি হয়নি।

আরও ২/১ দিন সময় লাগবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জালাল ইউনুস।  অধিনায়ক বেছে নিতে বিসিবির বিবেচনায় কারা আছেন তাও জানিয়ে দেন জালাল, ‘আপনারা জানেন, সাকিব (আল হাসান) আছে, লিটন (দাস) আছে। আরেকজন সম্ভাবনাময় (মেহেদী হাসান) মিরাজ আছে… এদের সঙ্গে মূলত আলাপ-আলোচনা করা হবে।’

জালাল আরও বলেন,  ‘আগে এশিয়া কাপের জন্য ও পরে বিশ্বকাপের জন্য অধিনায়ক ঘোষণা করবে বিসিবি, ‘যেহেতু আমাদের ১২ তারিখের (অগাস্ট) মধ্যে (দল) দিতে হবে, সেজন্য ১২ তারিখের মধ্যে এশিয়া কাপের অধিনায়ক দেওয়া হবে। ‘