আগ্রাবাদ মাস্টার্স ও হাক্কানীর শুভসূচনা
ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসরে শুভ সূচনা করেছে আগ্রাবাদ মাস্টার্স ও হাক্কানী ক্রিকেট ক্লাব।
নগরের এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী দিনের প্রথম খেলায় আগ্রাবাদ মাস্টার্স ৩ উইকেটে নাইন্টি’স উইলোকে পরাজিত করে।
আগে ব্যাট করে নাইন্টি’স উইলো ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে। মাসুদ পারভেজ ৪৫, জিয়াউর ৩৭, মমিনুল ১৪, পংকজ ১০ রান করেন।
আগ্রাবাদ মাস্টার্সের সফল বোলার রুবেল দেবনাথ ২৭ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষ দলকে ইনিংসকে বড় হতে দেননি। এছাড়া সাজিব ও আদনান ১টি করে উইকেট নেন। লক্ষ্য তাড়ায় ৪ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে আগ্রাবাদ মাস্টার্স। ওপেনার আল মামুন রুবেল ৩৪, ইকরাম আনোয়ার ২৪, সুমন সাহা ৩৪, মাসুদ করিম ২৬, আরিফ মঈনুদ্দিন ১০ রান করেন। নাইন্টি’স উইলো’র পংকজ ৩টি, ইদি আমিন ২ ও মমিনুল ন ১ উইকেট লাভ করেন।
দিনের দ্বিতীয় খেলায় হাক্কানী ক্রিকেট ক্লাব ৮ উইকেটে অ্যামেচার ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করেছে। আগে ব্যাট করে অ্যামেচার ক্রিকেট ক্লাব ২০ ওভারে ৭ উইকেটে করে ১০৫ রান। খায়ের ২৯, আলি আরশাদ ১২, আলি বাহার ২২, রাজিব ১৩ রান করেন। হাক্কানী ক্লাবের ইকবাল ২টি, প্রেম ও ১টি করে উইকেট নেন। জবাবে ১৪.২ ওভারে ২ উইকেটে সহজ জয় পায় হাক্কানী ক্রিকেট ক্লাব। ইনিংসের সিংহভাগ রান ও ম্যাচ সর্বোচ্চ ৫১ রান আসে ওপেনার ইমরান হোসেনের ব্যাট থেকে। ফাহিম ১৪ ও আনসার ১৬ রান যোগ করেন। ২০ রান আসে অতিরিক্ত খাতে। অ্যামেচার ক্লাবের জুয়েল ও শফিকুল ১টি করে উইকেট নেন।
এর আগে সকালে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ মইনুদ্দীন হাসান ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস।
অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর। অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য সৈয়দ নাসির মিঞা, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সুজিত রায় তমাল, সদস্য জয়নাল আবেদীন, সরওয়ার হোসাইন, আজিজুল হক বুলবুল, আরিফুল হক প্রমুখ।