রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ৫৯ মামলায় ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের (চার্জশিট) অনুমোদন দেয় দুদক। একটি ছাড়া বাকি ৫৮ মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়।
বুধবার (৯ আগস্ট) ঋণ কেলেঙ্কারির মূল হোতা ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ৫৮ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন হাইকোর্টে ।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। হাইকোর্টের এফিডেভিট শাখার এক কর্মকর্তা বাচ্চুর জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ৫৮ মামলায় বাচ্চু আগাম জামিন চেয়েছেন। দুদক থেকে আমাকে জানানো হয়েছে।
জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক মোহাম্মদ ইব্রাহীমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন থেকে পরবর্তী ৬০ দিনের জন্য বাচ্চুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে আদালতের আদেশটি পুলিশের বিশেষ শাখা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।