গণতন্ত্রের প্রয়োজনে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণতন্ত্রের অস্তিত্বের প্রয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ ।  জনগণের উচিত হবে নির্বাচনে বিবেক দিয়ে বিচার করে প্রতিনিধি নির্বাচন করা। এ সরকার গত ১৪ বছরে কী করেছে দেশের জন্য, তা সবার বিবেচনায় রাখতে হবে।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

তিনি বলেন, গত ১৪ বছর ধরে দেশে যে উন্নয়নের ধারা বইছে তা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রাখতে হবে। দেশে দারিদ্র্য কমে এসেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, শিক্ষিতের হার বেড়েছে। মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। দেশে এখন কোনো হাহাকার নেই।

পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ খণ্ডনে তার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, দুদকের পরিচালক থাকাকালে তিনি এ ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখেন। কীভাবে দেশের ভাবমূর্তিকে সমুজ্জ্বল রেখেছিলেন তা বর্ণনা করেন তিনি।

নাগরিক সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আরও বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, নুরুজ্জামান বিশ্বাস, আহমেদ ফিরোজ কবীর, মকবুল হোসেন এবং সংরক্ষিত আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ।

এর আগে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আগামীকাল তিনি পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। এরপর সার্কিট হাউজে রাত্রিযাপন করে ১৮ মে যাত্রা করবেন ঢাকার উদ্দেশ্যে।