আগামীতে ই-ভিসা চালু হবে: ম্বরাষ্ট্রমন্ত্রী

শাহ আমানতে ই-গেট উদ্বোধন

শুধু বিমানবন্দরে নয়, স্থল বন্দরগুলোতেও ই-গেট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  তিনি জানান, আগামী দিনে ই-ভিসা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেটের উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।  প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করবেন।  তিনি তার কথা রেখেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার নির্দেশনায় এবং সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত।  এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার নাগরিকদের জন্য ই-গেট ও ই-পাসপোর্ট প্রবর্তন করেছে।  এর ফলে ইমিগ্রেশন সেবা প্রত্যাশী সকল বাংলাদেশী এর সুফল ভোগ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয়।  ই-পাসপোর্ট একটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং অধিকতর নিরাপদ ভ্রমণ দলিল, যা ই-গেটের সহায়তায় দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের ইমিগ্রেশন আরও সহজ ও নিরাপদ করবে।