আইসিইউতে গায়ক আকবর

আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক আকবর।  বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আকবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

তিনি জানান, অপারেশন শেষে ১৯ অক্টোবর গায়ক আকবরকে বাসায় নিয়ে যাওয়া হয়।  তারপর এক সপ্তাহ মোটামুটি সুস্থ ছিলেন তিনি।

আকবরের মেয়ে অথৈ ফেসবুকে লিখেছেন, ‘আব্বুর অবস্থা আবার খুবই খারাপ।  আব্বু বর্তমানে বারডেম হাসপাতালের আইসিইউতে আছেন।  সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় তার শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল।  সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়।  পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা।  এজন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল।

এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর।