আইফোনের জনপ্রিয় ফিচার এবার অ্যান্ড্রয়েড ফোনেও

বিশ্বজুড়ে অ্যাপলের জনপ্রিয়তা।  মূলত তা আইফোনের জন্যই।  অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে অনেক কারণেই আইফোন আলাদা।  আইফোনগুলোতে এমনই কিছু ফিচার থাকে, যা অ্যানড্রয়েড ফোনে সাধারণত পাওয়া যায় না।  আর সেই ফিচারগুলো কেবলই অ্যাপলের ইকোসিস্টেমের মধ্যেই বিরাজমান।

তবে এবার অ্যাপলের একটি জনপ্রিয় ফিচার যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে।  আইফোনের সেই ফিচার হলো আইমেসেজ।  এটিও একটি এক্সক্লুসিভ ফিচার, যা কেবল অ্যাপল ইকোসিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ।  এবার অ্যান্ড্রয়েড ফোনেও আসতে চলেছে এই আইমেসেজ ফিচারটি।

আইমেসেজ একটি আইওএস এক্সক্লুসিভ ফিচার।  হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ ও মিডিয়া আদানপ্রদান করা যায়, কল করা যায়, একইভাবে আইমেসেজ (iMessage) ব্যবহার করেও এসব ফিচার উপভোগ করা যায়।  আইমেসেজ মোবাইলের মেসেজ অপশন থেকেই সরাসরি ব্যবহার করা যায়, যা এর অন্যতম প্রধান সুবিধা।

আন্ড্রয়েড ফোন নির্মাতা সংস্থা নাথিং তাদের ফোনে যুক্ত করছে ফিচারটি।  সম্প্রতি নাথিং সিইও কার্ল পেই একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, শিগগির নাথিং ফোন ২-তে ব্যবহারকারীদের জন্য আইমেসেজ ফিচারটি রোলআউট করা হবে।

আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের নাথিং ফোন ২ ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন।  তবে খুব শিগগির সব দেশেই উপলদ্ধ হবে ফোনটি।