অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে টিকে রইলো ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজে প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছে ইংল্যান্ড।  ৫ ম্যাচ সিরিজের প্রথম ২টি হেরে গেলেও ৩য় টেস্টে ৪র্থ দিনেই অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ২৬৩ ও ২২৪ এবং ইংল্যান্ড ২৩৭ ও ৭ উই: ২৫৪।

দু-দেশের ৪র্থ টেস্ট আগামী ১৯ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে।

রবিবার (৯ জুলাই) হেডিংলিতে ম্যাচের ৪র্থ দিনে আগের বিনা উইকেটে ৩৬ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড।  ইনিংসে ৬ রান যোগ হতেই ২৩ রান করা ওপেনার ডুকেট আউট হন।  ৬০ রানে ফেরেন ৫রান করা মঈন আলী।  দলীয় ৯৩ রানে ফিরে আসেন অপর ওপেনার ক্রলি (৪৪)।  এরপর ১৭১ রানের মধ্যে আরো ৩ জন (১৭১/৬) তুখোর ব্যাটার জো রুট (২১), অধিনায়ক বেন স্টোকস (১৩) ও বেয়ারেস্টো (৫) সাজঘরে ফিরলে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড।

কিন্তু ৭ম উইকেটে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন হ্যারি ব্রুক।   ক্রিস ওকস’কে সাথে নিয়ে তিনি বেশ দৃঢ়তার সাথে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন।  এ দুজন চাপের মুখে ইনিংসে ৫৯ রান যোগ করে বিপর্যয় কাটিয়ে তোলেন এবং দলকে জয়ের কক্ষপথে নিয়ে যান। দলীয় ২৩০ রানে হ্যারি ব্রুক ৯৩ বলে ৯ চারে ইনিংসে সেরা ৭৫ রান করে আউট হন।

শেষ দিকে ক্রিস ওকস ও মার্ক উড কাজের কাজটি আদায় করে নিলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৪ রান করে জয় তুলে নেন।  একই সাথে (২-১)-এ সিরিজের প্রাণ ফিরিয়ে আনেন। ক্রিস ওকস ৩২ ও মার্ক উড ১৬ রানে অপরাজিত ছিলেন।  অস্ট্রেলিয়ার সফল বোলার অধিনায়ক মাইকেল স্ট্রাক প্রথম ইনিংসে ৫৯ রানে ২ উইকেট নেয়ার পর ২য় ইনিংসে গতকাল ৭৮ রানে ৫ উইকেট দখল করেন।

এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে মিচেল মার্শের সেঞ্চুরি (১১৮)-তে ৬০.৪ ওভারে ২৬৩ রানে অল-আউট হয়।  জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫২.৩ ওভারে ২৩৭ রান সবকটি উইকেট হারায়।  ২য় ইনিংসে অস্ট্রেলিয়া ৬৭.১ ওভারে ২২৪ রানে অল-আউট হয়।  জবাবে ইংল্যান্ড রোববার টেস্টের ৪র্থ দিনে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (২৫৪) করে।