চীনের মাটিতে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচে সকারুদের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় চীনের বেইজিংয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা। এ ম্যাচে মেসি ও পেসেলা জাদুতে জয় পেয়েছে আর্জেন্টিনা।
বেইজিংয়ে ম্যাচ শুরু হতে না হতেই মেসির ঝলক। মাত্র ৮০ সেকেন্ডেই গোল করে সমর্থকদের আনন্দে ভাসান আর্জেন্টাইন অধিনায়ক। গোলডটকম’ জানাচ্ছে, ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা তার ৮০০-এর বেশি গোলের ক্যারিয়ারে কখনই ২ মিনিটের মধ্যে গোল করেননি। এটিই তার ক্যারিয়ারের দ্রুততম গোল।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে মেসির ফ্রি কিক অস্ট্রেলিয়ার একজন ডিফেন্ডারে গায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় আর্জেন্টিনা। শর্ট কর্নার থেকে রদ্রিগো ডি পল বল উঁচু করে বক্সের মধ্যে ফেললে দারুণ হেডে তা জালে জড়ান দ্বিতীয়ার্ধে ওতামেন্দির বদলি হিসেবে নামা হারমন পেসেলা (২-০)। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।