ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় কাজ করেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরপরই কলকাতার পাশাপাশি বাংলাদেশেও পরিচিতি পান তিনি।
সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এই নায়িকাকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন । যেখানে তিনি ইধিকার পোশাককে ‘অশ্লীল’ বলে সম্বোধন করেন। বিষয়টি নজরে আসে এই নায়িকার।
সদ্যই ঢাকায় সফররত ইধিকাকে সে প্রসঙ্গেই জিজ্ঞেস করা হয়। যার জবাবে তিনি বলেন, ‘উনি (ডিপজল) তো সিনেমার লর্ড। ওনাকে কি বলবো, উনি তো সিনেমার বড় মাপের মানুষ। তাকে নিয়ে তো নতুন করে বলার নেই। তবে একটা কথা বলি। আমার যতদূর ধারণা যে উনি আমাকে বলেছেন যে আমি অশ্লীল পোশাক পরি। উনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে অশ্লীল কোনটা?
ইধিকা পাল বলেন, ‘এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি। আরেকটা প্রশ্ন- উনি আমার চেয়ে সিনিয়র, উনার কাছ থেকে এমন প্রশ্ন আশা করিনি। শুধু পোশাক-আশাক তো অশ্লীল হয় না, অশ্লীল মনও হয়। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফরমে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটাই অশ্লীল আচরণ, আমারটা নয়।’