অলিম্পিক ডে রান কাল শুক্রবার

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্দেশনা অনুযায়ী বিশ্বের অন্য দেশের মতো  শুক্রবার (২৩ জুন) বাংলাদেশেও অনুষ্ঠিত হবে অলিম্পিক ডে রান।  এবারের প্রতিপাদ্য বিষয় ‘লেটস মুভ’।

ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে অলিম্পিক ডে রান।  শুক্রবার সকালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে।  তারপর ক্রীড়াবিদ, সংগঠক এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্স থেকে শহীদ এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, জিরো পয়েন্ট দিয়ে ফের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে এসে শেষ হবে র‌্যালি।

অলিম্পিক ডে রানের বাজেট ধরা হয়েছে ১৮ লাখ ৪৬ হাজার পাঁচশত টাকা।  পৃষ্ঠপোষক স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ দিচ্ছে ১০ লাখ টাকা।  ট্রাস্ট ব্যাংকও আর্থিক সহায়তা করছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বিওএর মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) সামছ এ খানসহ আরো অনেকে।