নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে উপস্থিত হয়ে এ সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের বিষয়ে অর্থমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মন্ত্রী ও ভারতের হাইকমিশনারের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে কী আলোচনা হয়েছে সে তথ্য জানানো হয়নি। এমনকি সাক্ষাতের বিষয়ে অর্থমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। অবশ্য বৈঠকের সময় গণমাধ্যমের জন্য ছবি তোলার সুযোগ দেওয়া হয়।