মিরসরাই পৌর সদরের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক উপজেলা রোড। কিন্তু সকাল হতেই রাত অবধি গুরুত্বপূর্ণ এই সড়কটির বেশিরভাগ অংশ অবৈধ রিকশা ও অটোরিকশার দখলেই থাকে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন সঠিকটি দখল ও যানজট মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত দখল করার অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া সড়কের মুখে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা অপসারণ করেন। কিন্তু অভিযান শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যেই ফের সড়কের মুখে অবস্থান নেয় শ’খানেক অটোরিকশা।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন জানান, ইতোমধ্যে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত দখলদারদের জরিমানা করা হলেও পুনরায় তাদের অনেকেই ফুটপাত দখলে নিয়ে পণ্য সাজায়। যারা পুনরায় ফুটপাত দখল করেছে তাদের বিরুদ্ধে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। আর যারা সতর্ক হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসন বিভিন্নভাবে সহায়তা করেছে। কিন্তু যারা সতর্ক না হয়ে আবারও আইন অমান্য করবে ফুটপাত দখল করবে তাদের ব্যাপারে উপজেলা প্রশাসন আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাথ্য হবে।
জনসার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলমান থাকবে বলে জানান তিনি।