অবশেষে প্রকাশ্যে জোভানের স্ত্রীর নাম-পরিচয়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।  সম্প্রতি বিয়ে করেছেন এই অভিনেতা।  তবে বিয়ের পর স্ত্রীর নাম-পরিচয় এবং বিয়ে সম্পর্কে তেমন কিছুই প্রকাশ্যে আনেননি তিনি।  ওই সময় শুধু বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেন জোভান।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সদ্য বিবাহিত স্ত্রীর ছবি প্রকাশ করেছেন তিনি।

সেই ছবিতে দেখা যায়, জোভানকে জড়িয়ে ধরে আছেন তার স্ত্রী।  অভিনেতা জোভানের পরনে ছিল গোলাপী রঙের শেরওয়ানি।  তার স্ত্রীও মিল রেখে একই রঙের লেহেঙ্গা পরেছেন।  মুচকি হাসিতে পোজ দিতে দেখা যায় তাদের

এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জোভান ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গল্প।’  তবে সেই ছবিতে কনের মুখ দেখা যাচ্ছিল না।

No description available.

জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সার্জিন আহমেদ নির্জনা।  তিনি নির্জনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন। তার বাড়ি পুরান ঢাকা।  আগে থেকেই তাদের দুজনের পরিচয় ছিল, পরে তা প্রেমে রূপ নেয়।  এরপর পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।

গত ১২ জানুয়ারি জোভানের বিয়ে সম্পন্ন হয়েছে।  জানা যায়, চলতি মাসের ৩১ তারিখ হবে জোভান-নির্জনার বিয়ের আনুষ্ঠানিকতা।