অবশেষে ঢাকায় এলেন নোরা

সব বাধা পেরিয়ে অবশেষে ঢাকায় আসলেন বলিউডের ‘গরমি গার্ল’ নোরা ফাতেহি।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নোরা।  উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় এলেন তিনি।  সন্ধ্যায় অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

এছাড়া নোরা একটি ডক্যুমেন্টরির শুটেও অংশ নেবেন।

ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন।  নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকা ছাড়বেন বলিউডের এই আইটেম গার্ল।