অবরোধের প্রভাব নেই খুলনায়, যান চলাচল স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন খুলনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে খুলনা থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে।

সরেজমিনে নগরীরর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, শহরে অন্যান্য দিনের মতোই থ্রি-হুইলার-ইজিবাইক চলাফেরা করছে। এছাড়া, যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে গেছে, গত সপ্তাহের অবরোধের তুলনায় আজ সড়কে যান চলাচল বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যাত্রীর সংখ্যা। সকাল থেকে ঢাকা, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন রুটে বাস নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে বিভিন্ন রুটের বাস ছেড়ে গেছে।