অপ্রতিরোধ্য তহুরা, ২৫ মিনিটে বাংলাদেশের তিন গোল

সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সহজেই জয় পেয়েছিল বাংলাদেশ। বছরে নিজেদের শেষ ম্যাচটায় সিঙ্গাপুরকে হারাতে পারলেই সিরিজ জিতে নেওয়ার সুযোগ সাবিনা খাতুনদের সামনে। সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেল বাংলার বাঘিনীরা। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আদায় করে নিয়েছে গোল। কমলাপুরে সোমবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না সিঙ্গাপুর। .২৫ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে জোড়া গোল করা তহুরা আজও দারুণ ফর্মে । তার মাথা থেকেই এসেছে প্রথম গোলটি। ম্যাচের ১৬ মিনিটে সাবিনা খাতুনের নেওয়া ফ্রি-কিক থেকে বল পান আরিফা। তার কাছ থেকে মাসুরা বল পেয়ে বল বাড়ান ফাঁকায় দাঁড়ানো তহুরার কাছে। হেডে সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি তহুরাকে। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি। এবার সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে জটলায় বল পায় বাংলাদেশ। বল পেয়ে গোল করেন ঋতূপর্ণা চাকমা। গোলের সামনে ক্ষুরধার তহুরা এক গোলেই খুশি থাকেননি। ২৪ মিনিটে আরও একবার সিঙ্গাপুরের জালে বল জড়ান তহুরা। এবার সতীর্থের বাড়ানো বলে সিঙ্গাপুরের এক খেলোয়াড় ও গোলরক্ষকের বাধা এগিয়ে গোল করেন তিনি।