অপু বিশ্বাস ও পরীমণির খুনসুটি

ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমণি।  দু’জনের মধ্যকার সম্পর্ক যে বেশ ভালো সেটা চোখে পড়েছে বহুবার। এবার ঢাকাই সিনেমার জনপ্রিয় এই দুই নায়িকাকে দেখা গেল খুনসুটিতে মেতে থাকতে।

একটি স্কিনকেয়ার ও কসমেটিকস প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও পরীমণি। পাশাপাশি বসে দুজনকে দেখা গেছে বেশ মজা করছেন।  একে-অন্যের ছবি তোলা নিয়ে হাসাহাসি করছিলেন।

সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছে।  দুই নায়িকার ভক্তরাও তাদেরকে একসঙ্গে হাস্যেজ্জ্বল অবস্থায় দেখে বেশ খুশি হয়েছেন।  তাদের রূপেরও প্রশংসায় মেতেছেন।

সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের সঙ্গে কাজের চুক্তি সম্পন্ন করেছেন পরীমণি।  ‘ডোডোর গল্প’ নামের নতুন সিনেমার শুটিং-ও শুরু করেছেন তিনি।  অন্যদিকে অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়।